হোম > সারা দেশ > ঢাকা

স্বল্প আয়ের মানুষের জন্য ১০ টাকায় রোজার বাজার

রাজবাড়ী প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ‍্যগুলো এক টাকা করে। 

১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’ 

কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’ 

মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’ 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন‍্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব‍্যাহত থাকবে। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন