হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলা: এইচএসসি পরীক্ষার্থী ইমনসহ ৩ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আদাবর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন মো. ইমন খান নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে জামিন দেন। আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঢাকার বিভিন্ন আদালত আরও দুইজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ঢাকার আদালত থেকে আজ তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। তাদের জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, আজই তিনজন তাদের ঘরে ফিরবেন।

ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ইমন খান আদাবরের কমফোর্ট হাউসিং এলাকায় থাকেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদাবর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ জুলাই আদালতে পাঠানো হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদনে ইমন খানকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীরা গত ১৯ জুলাই আদাবরের শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদপুর ও আদাবর ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তার লাইট পোস্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন