হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। অবশ্য রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষের দাবি, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়।

রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়ন না করায় তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে দাবি আদায়ের আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষের কাছে  সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের জন্য একাধিকবার দাবি তুললেও লাভ হয়নি। তাই আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

রাইজিং স্পিনিং মিলের এজিএম মোশাররফ হোসেন  বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতনকাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়। শ্রমিকেরা বিষয়টি না বুঝেই আন্দোলন করছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু  বলেন, মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন