সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। অবশ্য রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষের দাবি, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়।
রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়ন না করায় তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে দাবি আদায়ের আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষের কাছে সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের জন্য একাধিকবার দাবি তুললেও লাভ হয়নি। তাই আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
রাইজিং স্পিনিং মিলের এজিএম মোশাররফ হোসেন বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতনকাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়। শ্রমিকেরা বিষয়টি না বুঝেই আন্দোলন করছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।