জুরাইনে পুলিশের ওপর হামলার অভিযোগে দুই আইনজীবীকে গ্রেপ্তার ও তাঁদের রিমান্ডের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে জুরাইনে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ৮ জুন দুই আইনজীবীসহ ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে দুই আইনজীবীকে আটক ও রিমান্ডের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ফজলে এলাহী হাইকোর্টে রিট করেন। এতে গত ৯ জুন হাইকোর্ট রুলসহ মামলার নথি তলব করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
রিট আবেদনকারীর আইনজীবী অনীক আর হক হাইকোর্টে রিট আবেদনটি না চালানোর কথা উল্লেখ করে সোমবার আদেশের জন্য দিন রাখার আরজি জানান। পরে আপিল বিভাগ রুল খারিজ করে আদেশ দেন।