হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়, বিক্রি হলো ৪১ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে জয়নাল হালদার আজকের পত্রিকাকে জানান, সোমবার দিবাগত রাতে তিনিসহ কয়েকজন পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পাননি তাঁরা। আজ সকালের দিকে নদী থেকে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির বাগাড়। পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে আনেন। এ সময় খোলা নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। 

মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা আজকের পত্রিকাকে জানান, সকালে দৌলতদিয়ার রওশন মোল্লার মৎস্য আড়ত থেকে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকা নিলামে কিনেছেন তিনি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করবেন। 

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান আজকের পত্রিকাকে বলেন, বছরের নির্দিষ্ট সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এসব মাছ বড় হওয়ার সুযোগ পায়। মাঝেমধ্যেই পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের রুই, কাতল, পাঙাশ, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছ নদীর গভীরে থাকে। খাবারের সন্ধানে ওপরে চলে আসে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩