হোম > সারা দেশ > ঢাকা

২২ বার দেবে যাওয়া বেইলি ব্রিজের স্লিপার এবার নদীতে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি এর আগে ২২ বার দেবে গেছে। এবার ব্রিজের দুটি স্লিপার খুলে নদীতে পড়ে গেল। এতে জৈনা বাজার থেকে কাওরাইদ সংযোগ সড়কের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজটির মাঝখানের স্টিলের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে গেছে। ব্রিজের পাটাতনও ভেঙে নিচে পড়ে গেছে। 

এর আগে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি ২২ দফায় দেবে যাওয়ার ঘটনা ঘটে। জোড়াতালি দিয়ে চলছে। এবারও মেরামতের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। এই সড়কে চলাচল করে পার্শ্ববর্তী গফরগাঁও ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক। 

স্থানীয় বাসিন্দা খায়রুল চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুত্বপূর্ণ চৌধুরী ঘাটে মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে জনগণকে চলাচলে সতর্ক করা হচ্ছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, দেবে যাওয়া ব্রিজে লাল নিশান টানিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারী যানবাহন। এতে দায়িত্ব পালন করছেন একজন গ্রাম পুলিশ। তবুও ঝুঁকি মাথায় নিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। 
 
স্থানীয় গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার পর থেকে বেইলি ব্রিজটির আস্তে আস্তে দেবে গিয়ে, রাতে হঠাৎ করে পানিতে পড়ে যায়। 
এর আগেও গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি অনেকবার দেবে যায়। মেরামত করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 

সিএনজি চালক মো. মিলন মিয়া বলেন, ‘বেশ কয়েকবার বেইলি ব্রিজটি ভেঙে গেলেও স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না। এই ব্রিজটি অচল হয়ে যাওয়াতে ১০ কিলোমিটার ঘুরে আমাদের চলাচল করতে হবে। কিন্তু ওই সড়কটির অবস্থাও বেশি ভালো না।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ঢালী বলেন, ‘কাওরাইদ জৈনা বাজার সংযোগ সড়কের হাজার হাজার শিল্প কারখানার শ্রমিকেরা চলাচল করে থাকেন। শ্রীপুরসহ আশপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার হাজার হাজার শ্রমিক এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন। এসব এলাকার হাজার হাজার মানুষের অসহনীয় দুর্ভোগ শুরু হলো আজ থেকে।’ 

একই কথা বলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, ব্রিজটি এর আগে অনেকবার দেবে গেছে। এবার পুরোপুরি ভেঙে গেল। 

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এজেডএম রফিকুল আহসান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে স্বাভাবিক যানচলাচলের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই নদীর ওপর একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন