হোম > সারা দেশ > ঢাকা

এডিসি হারুন এবার রংপুর রেঞ্জে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে এবার পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে তাকে দুই দফায় বদলি করা হয়। সর্বশেষ হারুনকে এপিবিএন এ থাকা অবস্থায় সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে (কর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত করা হলো।

এর আগে গত রোববার রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। পরদিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুনকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে