Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত। 

নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়। 

ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’ 

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন। 

আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন