Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী থানার হওমার দিঘী এলাকায় ময়না (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধারের এই ঘটনা ঘটে।

ময়না ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র বি. বাড়িয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে। সে হিমারদিঘী এলাকার পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করত। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। 

পুলিশ জানায়, আজ সন্ধ্যায় বড় বোন শান্তার সঙ্গে কথা-কাটাকাটি হয় ময়নার। এর কিছুক্ষণ পর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করলেও ময়নার কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল