Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিক লীগ নেতা খুন: ২৪ ঘণ্টায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

শ্রমিক লীগ নেতা খুন: ২৪ ঘণ্টায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।

র‍্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।

লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান