গোপালগঞ্জ প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সামনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে। তাঁর সহযোগী রিপন শেখ বাটু (৩৭) একই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
তাঁদের মধ্যে হাবিবুরের বিরুদ্ধে তুরাগ থানায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতিসহ দুটি এবং রিপনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, কেনাকাটা করার সময় জালটাকা দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে হাবিবুরকে এবং জেনারেল হাসপাতালের সামনে থেকে রিপন শেখ বাটুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেটকারের ভেতর থেকে মোট ২ লাখ ৪৩ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
ওসি বলেন, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।