হোম > সারা দেশ > ঢাকা

অবরোধ সমর্থনে পল্টনে গণতন্ত্র মঞ্চের মিছিল, পুলিশের বাধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তোপখানা রোডের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি এলাকা ঘুরে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গেলে তাতে পুলিশ বাধা দেয়। বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে মঞ্চের নেতারা।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত যে অবরোধ কর্মসূচি, সরকারের ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ঢাকাসহ সারা দেশে পালিত হচ্ছে, সফল হচ্ছে। আজ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী আমাদের বাধা দিয়েছে ৷ আমরা এর তীব্র নিন্দা জানাই ৷ আমরা জানি গ্রেপ্তার হবে, গুলি হবে। তবুও আমরা প্রস্তুত আছি ৷ জনগণের আন্দোলনকে আমরা সফল করব, ইনশা আল্লাহ।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এক দফার আন্দোলনের ভিত্তিতে সারা দেশে অবরোধ কর্মসূচি সফল হয়েছে ৷ সমস্ত নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে হরতালকে যেভাবে সমর্থন জানিয়েছিল, এ অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ৷ এ নিপীড়ন, নির্যাতনের একটাই উদ্দেশ্য, ক্ষমতাকে দীর্ঘায়িত ও পাকাপোক্ত করা ৷

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমুখ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়