Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষ, আহত ১৬ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষ, আহত ১৬ 

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন (৫০), আগা সাদেক ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. নাঈম (৪০), মো, রুবেল (৩৮) ও রুবেল গাজী (৩৫)।

এ ছাড়া কলোনির বাসিন্দা সুবল লাল (৩৬), রুমন দাশ (৩৫), উদয় (২০), ঋষি কুমার (১৯), বিরুল দাস (২৪), বিমল দাস (৪০), করুন দাশ (৩৫), শিবলাল (৪০), প্রশান্ত (১৩), নিরঞ্জন দাস (৭৫), নিলয় দাস (১৮) ও দীপ্তদাস (১০), বিজন দাস (১৯) ও রাজু দাস (১৮) আহত হন।

৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার আওয়াল হোসেনসহ তাঁরা সুইপার কলোনিতে যান তাঁদের সঙ্গে কথা বলতে। তাঁদেরকে কলোনি থেকে সরে যেতে বলেন। এসব বিষয় নিয়ে দুই পক্ষের কথা বলার সময় সুইপাররা ভবনের ওপর থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন।

আহত সুইপার উদয় কুমার অভিযোগ করে বলেন, `আমরা সকাল ১০টার দিকে উচ্ছেদের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করি। এটি শেষ হতে না হতেই ম্যাজিস্ট্রেট, পুলিশসহ কাউন্সিলের লোকজন কলোনিতে ঢোকে। তবে কলোনির বাসিন্দারা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঢুকতে দিলেও কাউন্সিলরের লোকজনদের বাধা দেন।'

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেল পর্যন্ত অন্তত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থাই আশঙ্কামুক্ত।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ