হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি, পুলিশ বলছে অস্ত্র উদ্ধারের অভিযান

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রবেশমুখ সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আজ রোববার দুপুরে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ বলছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে। এ সময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। চেকপোস্ট এলাকায় রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

গতকাল শনিবার মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এখনো অনেক অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্র দিয়ে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, মূলত সেসব অস্ত্র উদ্ধার করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন