হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়ের বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে চোর চক্রের ট্রাকচাপায় সবুর উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর উদ্দিন ওই ইউনিয়নের আকাশী গ্রামের মৃত পণ্ডিত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মেয়ে নার্গিস আক্তারের শ্বশুরবাড়ি পাশের দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামে। গতকাল সোমবার রাত ১টার দিকে বাড়ি থেকে দুটি গরু চুরি করে ট্রাকে উঠিয়ে তিল্লির দিকে নিয়ে যায় চোর চক্র। বিষয়টি মোবাইল ফোনে তাঁর বাবা সবুর উদ্দিনকে জানালে তাঁর ভাই শওকতকে সঙ্গে নিয়ে চোর চক্রের গাড়ি থামাতে বাড়ির সামনের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেন। কিন্তু গাড়ি না থামালে গাড়িচাপায় সবুর গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য