Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর ও বিমানবন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫৮ জন

অনলাইন ডেস্ক

মোহাম্মদপুর ও বিমানবন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫৮ জন
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ৯ দিনে কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান বলেন, গ্রেপ্তারদের বেশির ভাগ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতা। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র আইন এবং অপহরণের মামলা রয়েছে।

সাম্প্রতিক মোহাম্মদপুরে খুন, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বাসিন্দারা থানাও ঘেরাও করেন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান শুরু করে। মোহাম্মদপুর ও বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে এ পর্যন্ত ১৮০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এদিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গত ৯ দিনে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন