হোম > সারা দেশ > ঢাকা

জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখতে রাজনীতিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দেশের সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা না করে, মূল্যায়ন করতে হবে। ব্যক্তিস্বার্থে নয়, আমি সারা জীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে।’

আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করার জন্য। 

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির তনয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ।

এ ছাড়া রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন