হোম > সারা দেশ > ঢাকা

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের মামলায় সাদপন্থী ২৩ জনের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫: ২৩
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫: ২৩
প্রতীকী ছবি

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যারিস্টার মামুন বলেন, ‘আমি তাবলিগ জামায়াতের দুই পক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনাদের বিভেদকে এক করে ফেলুন। সবাই এক হয়ে আপনারা কাজ করেন।’

এর আগে, ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে তিনজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় পরদিন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি

টাকার বিনিময়ে আসামি পালানোর নাটক সাজানোর অভিযোগ, তদন্ত কর্মকর্তাসহ বরখাস্ত ২

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত