রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু, ফারুক, রাকিব, মিলন চন্দ্র দাস ও মো. রিপন।
আজ শনিবার ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-ডেমরা রোডের হক ফিলিং স্টেশনরে সামনে রাস্তায় বিভিন্ন পরিবহন থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে জোর করে টাকা আদায় করার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের ২০টি রসিদ ও ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। যাত্রাবাড়ী থানায় রুজু করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।