নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ রানাকে ৬ মাসের জামিন দেন।
সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা।
মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা দ্রুতই চেম্বার বিচারপতির আদালতে যাব।’
এর আগে ২০২৩ সালে এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে নিহত হয় হাজারেরও বেশি মানুষ। আহত হন কয়েক হাজার।