মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, স্টেডিয়াম মাঠের উত্তর-পূর্ব দিকের একটি ডুমুরগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। লোকটিকে এ এলাকায় এর আগে কখনো দেখিনি। তাই তাঁর নাম-পরিচয় আমরা কেউই বলতে পারছি না। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি অন্য জায়গা থেকে কাজ করতে আসা শ্রমিক।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যান্য সব ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।