Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি বন্ধের দাবিতে চীন মৈত্রী সেতুতে অবরোধ, দীর্ঘ যানজট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

চাঁদাবাজি বন্ধের দাবিতে চীন মৈত্রী সেতুতে অবরোধ, দীর্ঘ যানজট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চীন মৈত্রী (পোস্তগোলা) সেতু অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীন মৈত্রী সেতুতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকেরা। তাতে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকেরা। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে অটোরিকশাচালকদের নেতা মো. মুন্না বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে জুরাইন পোস্তগোলা যাই। জুরাইন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে একটি স্লিপ দিয়ে ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। কিন্তু আজ সকাল থেকে সেই চাঁদা ৬০ টাকা করা হয়। তাই আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ করেছি। চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা