হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে একদল শিয়ালের আক্রমণে আহত অন্তত ৩০ 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে কৃষক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বর্ধমান, রংপুরহাট, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে একদল শিয়াল কয়েক ঘণ্টার ব্যবধানে রাস্তা ও জমির পাশে, বাড়ির আঙিনায় থাকা ৩০ জন নারী-পুরুষ ও শিশুকে অতর্কিত কামড়িয়ে আহত করেছে।

আহতদের কয়েকজন হলেন— সুজন মিয়া (৩০), সোহেল (২৫), তানিশা (৯) ও ফুল বান (৬০)। তাদের ডাক চিৎকারে স্বজন ও পার্শ্ববর্তী মানুষের সহযোগিতায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাত ৯টা পর্যন্ত ২০ জন আহতের নাম রেজিস্ট্রি করা হয়েছে। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুল ইসলাম খান বলেন, হাসপাতালে যে সব রোগী এসেছে তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত আক্রমণের শিকার রোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের ভাষ্য, আরও ৮–১০ জন পল্লী চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন।

পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান গ্রামে সাদেক বাচ্চু বলেন, ‘আজ সন্ধ্যায় হঠাৎ করে আমার বাড়ি পাশে তিন নারীসহ চারজনকে শিয়ালে কামড়িয়ে আহত করেছে।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন