হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। 

সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’ 

মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩