হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করে। 

এর আগে গত গত সোমবার বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন-বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারেরর ছেলে আদম ব্যাপারী রহিম বাদশা ও অজ্ঞাতনাম এক ব্যক্তি। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে। অভাব অনটনের কারণে সে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম। 

ভুক্তভোগী তরুণী তাঁর কথা মতো  ১৪ মার্চ সকালে বাদী রহিম বাদশার বাড়িতে আসে। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত আরেক ব্যক্তি উপস্থিত হয়। সে ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে বলতে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়। 

এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে। 

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য