হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে বেরিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার আহত স্ত্রী লতিফা আক্তার (২৮) মারা গেছেন। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর আগে তিনি পুলিশকে বলেছেন, স্বামী রবিউল ইসলামের সঙ্গে ঘুরতে বেরোলে সেই স্বামীই তাঁকে ছুরিকাঘাত করেন। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুরাগ-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম লতিফা আক্তার (২৮), তাঁর স্বামীর নাম রবিউল ইসলাম। রবিউল বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী তাঁকে নিয়ে ঘুরতে বেরিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার তারাবুনিয়া এলাকায়। 

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়