হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে বেরিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার আহত স্ত্রী লতিফা আক্তার (২৮) মারা গেছেন। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর আগে তিনি পুলিশকে বলেছেন, স্বামী রবিউল ইসলামের সঙ্গে ঘুরতে বেরোলে সেই স্বামীই তাঁকে ছুরিকাঘাত করেন। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুরাগ-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম লতিফা আক্তার (২৮), তাঁর স্বামীর নাম রবিউল ইসলাম। রবিউল বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী তাঁকে নিয়ে ঘুরতে বেরিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার তারাবুনিয়া এলাকায়। 

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

সেকশন