Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে হার্টের সমস্যার জন্য ডাক্তার দেখাতে গিয়ে মহাসড়কে বাসচাপায় সাইফুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় সিএনজিচালকসহ আরও দুই নারী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের আইয়ুব আলীর ছেলে। আহতরা হলেন—ঘাটাইলের ফরিদা বেগম (৫০), ঘাটাইলের সিএনজিচালক করিম মিয়া (৪৫)। তাৎক্ষণিক আহত আরেক নারীর নাম জানা যায়নি।

নিহত সাইফুল ইসলামের ভাতিজা শফিকুল ইসলাম বলেন, ‘তিন বছর ধরে চাচা হার্টের সমস্যায় ভুগছেন। তাই ডাক্তার দেখাতে শুক্রবার বাড়ি থেকে বের হন। হাসপাতালে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।’

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। অন্যদিকে গোপালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত ইজিবাইক টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটির রাবনা ওভারপাসের নিচে সংঘর্ষ হয়।’

এসআই আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। সিএনজিচালকসহ তিন নারী আহত হন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সাইফুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু