Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে মাঠ, পার্ক ও খাল দখলকারীদের বিরুদ্ধে আমি: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে মাঠ, পার্ক ও খাল দখলকারীদের বিরুদ্ধে আমি: মেয়র আতিক 

ক্ষমতার অপব্যবহার করে মাঠ, পার্ক ও খাল দখলকারীদের অপছন্দ করেন এবং তাঁদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শুক্রবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো কর্তৃক আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, ‘জীবনে সফল হতে হলে শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ, খেলাধুলা, মেডিটেশন, হেলদি ফুড, সুস্থ-সুন্দর বিনোদন এগুলো। যারা ব্যায়াম করে, ইয়োগা করে, খেলাধুলা করে, গান গায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি তাদের পছন্দ করি। কিন্তু যারা ক্ষমতা প্রয়োগ করে অবৈধভাবে মাঠ, পার্ক ও খাল দখল করে আমি তাঁদের অপছন্দ করি, আমি তাঁদের বিরুদ্ধে।’ 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই সুন্দর সামাজিক বন্ধন ও একটি সুন্দর সমাজ। আমরা চাই সুস্থ সামাজিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন সোসাইটি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান করছি একটি সুস্থ ও সুন্দর নগরী গড়তে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক উৎসব ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করুন। ডিএনসিসি এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।’ 

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন খেলায় অংশ নেন এবং নগরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। 

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী আয়োজিত এ উৎসবে ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়। পুরো পার্কে ছিল বাহারি পণ্য সামগ্রীর প্রায় ৩৫টি স্টল, বায়োস্কোপ, পুতুল নাচ, ম্যাজিক শো, স্বাস্থ্য সেবা স্টল, পাটের তৈরি পণ্য। এ ছাড়া আরও ছিল উইশ বোর্ড, শিশুদের ছবি আঁকার ক্যানভাস ও রং তুলি, নানা ধরনের খেলার সামগ্রী। ১০ ও ১১ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টা পর্যন্ত এ উৎসব চলবে।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক