হোম > সারা দেশ > ঢাকা

প্রথম আলো কার্যালয়ে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি এমএসএফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আলো কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। হামলাকারীদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।

এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন