তালাবদ্ধ হাসপাতালের বাইরে সাইনবোর্ডে লেখা শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে পাওয়া গেল ভর্তি ৩ রোগী ও রোগীর পরিবার। তবে পুরো হাসপাতাল জুড়ে খোঁজ মেলেনি কোনো নার্স ও ডাক্তারের। মূলত অবৈধ হাসপাতালে অভিযানের কথা শুনেই পালিয়েছিল সবাই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে উপস্থিত হয় হাসপাতালের মালিকের স্ত্রী। তাঁর সামনেই সিলগালা করা হয় হাসপাতালটি।
আজ রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতালে এ চিত্র দেখতে পান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। পরে রোগীদের পাশের অন্য হাসপাতালে পাঠিয়ে হাসপাতালটি সিলগালা করেন তাঁরা। এর পাশাপাশি একই এলাকায় অবস্থিত তালিব জেনারেল মেডিকেল হসপিটাল নামে আরেকটি হাসপাতালকেও সিলগালা করে দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অবৈধ হাসপাতালের বিরুদ্ধে চলমান অভিযানে সোহেল স্কয়ার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে তালা দিয়ে সাইনবোর্ডে লেখা, শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে সিজারের ৩ জন ভর্তি রোগী পাওয়া যায়। নেই কোনো ডাক্তার ও নার্স। হাসপাতালের মালিকের স্ত্রী আসলেও দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। পরে হাসপাতাল সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।