বাংলাদেশ সচিবালয়ের উত্তর-পশ্চিম পাশের সীমানা প্রাচীরের গাইড ওয়ালের ভেতরে এক সপ্তাহ ধরে আটকে থাকা একটি বিড়ালকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে বিড়ালটি উদ্ধার করা হয়।
সচিবালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন মেট্রো রেলের স্টপেজ নির্মাণের কাজ চলছে। সীমানা প্রাচীর যাতে ভেঙে না পড়ে সে জন্য স্টিলের পাত দিয়ে গাইড ওয়াল তৈরি করেছে কর্তৃপক্ষ। এই গাইড ওয়ালের ভেতরেই বিড়ালটি এক সপ্তাহ আগে আটকা পরে।
তথ্য অধিদপ্তরের কর্মচারী ফুরকান আহমেদ জানান, আজ সকালে তিনি বিড়াল আটকে পড়ার ঘটনাটি জানতে পেরে প্রথমে ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করেন। সেখান থেকে সাড়া পেতে দেরি হওয়ায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে পাঠানো হয়।
দুপুর পৌনে একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি ইউনিট বিড়ালটিকে উদ্ধারে ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা আধুনিক যন্ত্রের সাহায্যে স্টিলের গাইড ওয়ালটির কিছু অংশ ফাঁকা করে দুটি ইট দিয়ে রাখেন। যাতে বিড়ালটি অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। পরে দুপুর দেড়টার দিকে বিড়ালটি সেখান থেকে বেরিয়ে আসে।