হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সড়কের বিভাজকে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী। আজ বুধবার উপজেলার বালুয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম আব্দুর রহিম (৫০)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত ব্যক্তি প্রাইভেটকার অজ্ঞাত পুরুষ যাত্রী (৪৫)। 

দুর্ঘটনার বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িতে মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।’ 

দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আসে। এ সময় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারান। 

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কারটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ঘটনাস্থলেই এর চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় লোকজন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন