গত কয়েক দিন ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। এরই মধ্যে তাপমাত্রা বাড়ায় জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবর দিনভর ছিল আলোচনায়। বিভিন্ন গণ্যমাধ্যমে পরিবেশ মন্ত্রীর বরাতে বলা হয়, ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে।
তবে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে মন্ত্রী এমন বক্তব্য দেননি দাবি করে আজ রোববার এক বিবৃতি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ বেশির ভাগ জেলায় রেকর্ড তাপমাত্রা পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে উল্লেখ করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রকৃত বিষয় হলো—একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি পরিবেশমন্ত্রীকে ‘তাপমাত্রা জনিত জরুরি অবস্থা’ জারি বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারি করার মতো কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বৃষ্টি হলেই এ তাপদাহ কমে যাবে। সরকার এ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতের বিষয়।
আরও পড়ুন: