হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কারখানায় ট্রাক থেকে অ্যাসিড খালাস করতে গিয়ে দগ্ধ ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক কারখানায় অ্যাসিডে দগ্ধ হয়ে তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকার পাশে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কারখানার মালিক জয়পুরহাটের পাঁচবিবি থানার দিরাইল গ্রামের মোকসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫৫), জাহিদুলের খালাতো ভাই মনির হোসেন (৪৫) ও নিরাপত্তাকর্মী ভোলার চরফ্যাশন উপজেলার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ ফরিদ (৫০)।

আহত ব্যক্তিরা গতকাল রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

আজ দুপুরে সরেজমিন জানা যায়, টঙ্গী বাজার হাজি মাজার বস্তির পাশে প্রায় ছয় বছর আগে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) একটি প্লটে ওই কেমিক্যাল কারখানা গড়ে তোলেন জাহিদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় একটি ট্রাকে শতাধিক ড্রামে অ্যাসিড নিয়ে আসেন তিনি। তাঁরা ট্রাক থেকে অ্যাসিডভর্তি ড্রাম কারখানায় খালাস করার সময় অ্যাসিড শরীরে পড়ে তিনজনের শরীরে ঝলসে যায়। তাতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (আইটি) বরাদ্দ পাওয়া প্লটের মালিক হুমায়ুন কবির বলেন, ‘প্রায় বছর আগে জাহিদুল আমার কাছে মাসিক ভাড়ায় প্লটের একটি অংশে কেমিক্যাল কারখানা গড়ে তোলেন। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার খবর পেয়েছি।’

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে আজ সকালে পুলিশ কারখানাটি পরিদর্শনে যায়। তবে কারখানাটি বন্ধ রয়েছে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন