হোম > সারা দেশ > ঢাকা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

গত ৯ই এপ্রিল দৈনিক আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আওয়ামী লীগ নেতা, ধরার পর এলাকাবাসীর মারধর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী। 

প্রতিবাদে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে আজকের পত্রিকায় ও ফেসবুকে সংবাদ ও ভিডিও প্রচার করে বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রচার করা হয়ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও চক্রান্তমূলক। একটি সালিসের ঘটনা সংক্রান্তের তথ্যকে ভিন্নভাবে প্রবাহিত করে সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এই ঘটনা সাজানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেওয়ার পরই একটি পক্ষ আমাকে নিয়ে চক্রান্তের ছক কষতে থাকে। আমার সরলতা ও সমাজসেবাকে পুঁজি করে আমাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসানো হয়েছে এবং পুনরায় বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মূলত ওই মেয়ের বাবার বাড়ি আমাদের এলাকায়। তাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য আমাকে ডাকা হয়। আমি সরল মনে বিবাদ মেটাতে ওখানে যাই। আমি কিছু বুঝে উঠার আগেই পরবর্তীতে পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করা হয়। আর সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মুখরোচক সংবাদ প্রকাশে উৎসাহিত করে। খুব শিগগিরই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

প্রতিবেদকের বক্তব্য: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন