Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ জন আহত

ঢামেক প্রতিনিধি

উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ জন আহত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের আরও দুজন। এ ঘটনায় মোট ১২ জন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩) ধোঁয়ায় অসুস্থ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫), রবিউল ইসলাম অন্তর (২৫) সদর দপ্তরে ইটের আঘাতে আহত হন এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক বাবুল চক্রবর্তী (৫৯) উত্তেজিত জনতার কিলঘুষিতে আহত হন। ফায়ার কর্মী দিদারুল হক (৩৪) ঘটনাস্থলে আগুন নেভানোর সময় মাথায় ভারী কিছু পড়ে আহত হন।

এ ছাড়া দোকান মালিক শাহিন (৪৫), নিলয় (২৩), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬১), সোহেল (৪৮) ও সুমন (৩৫) আগুন নেভাতে গিয়ে আহত হন। তাঁদের মধ্যে শাহিন, নিলয়, রিপন ও রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আহত রবিউল ইসলাম অন্তর জানান, তিনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলে কর্মরত। তাঁর সঙ্গে ছিলেন আতিকুর রহমান রাজন। উত্তেজিত ব্যবসায়ীরা সদর দপ্তরে ইটপাটকেল মারলে ইটের আঘাতে তাঁরা দুজন আহত হন।

 বঙ্গবাজারে আজ কাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিটের চেষ্টা দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসেলালবাগ ফায়ার স্টেশনের পরিদর্শক অর্জুন বাড়ৈ বলেন, এনেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাঁকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের চারজন সদস্য ও সাত দোকান মালিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যর ইটের আঘাতে আহত হন। এক সদস্য আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। তাঁকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোকান মালিক অসুস্থ চারজনকে ভর্তি দেওয়া হয়েছে।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি