Ajker Patrika
হোম > সারা দেশ > টাঙ্গাইল

কুমুদিনী হাসপাতালে নবজাতক পরিবর্তনের অভিযোগ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কুমুদিনী হাসপাতালে নবজাতক পরিবর্তনের অভিযোগ 

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।

এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, `আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।' 

মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ও স্ত্রীর সম্পদ জব্দ

সূত্রাপুরে উচ্চমাধ্যমিকের নকল বই উদ্ধার, বাইন্ডিং কারখানার মালিক গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সাবেক মেয়র ফজলে নূর তাপসের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ওষুধ ব্যবসায়ীদের বিক্র‍য় কমিশন বাড়ানোর দাবি

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুকসহ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

বোরকা পরে এসে দোকান লুট, ৫০০ ভরি সোনা খোয়া যাওয়ার অভিযোগ মালিকের

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২