নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অগ্রণী ব্যাংকের জিএম ফজলুল করিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মিজানুর রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসোনের বেঞ্চ সম্প্রতি এই নির্দেশ দেন। ৬০ দিনের মধ্যে দুদককে আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। আজ সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মাকসুদ আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।
এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার জিএম (মহাব্যবস্থাপক) মো. ফজলুল করিমের বিরুদ্ধে ২০২২ সালের ১৪ ডিসেম্বর দুদকে অভিযোগ দাখিল করেন এম আর ট্রেডিং কোম্পানির প্রোপ্রাইটর মিজানুর রহমান। যাতে প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও এক কোটি টাকা উৎকোচ দাবির অভিযোগ করা হয়। দীর্ঘদিনেও দুদক ওই অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি।