ঢাবি প্রতিনিধি
রাজধানীর শহীদ মিনারে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে স্বাধীনতা–সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি তোলা হয়।
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান, মনোরঞ্জন ঘোষাল, প্রথম আলোর বিরুদ্ধে মামলা দায়েরকারী মশিউর মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। উন্নত দেশগুলোতে বাংলাদেশের নাম উন্নয়নের রোল মডেল হিসেবে বারবার উচ্চারিত হয়। একই সঙ্গে একটি নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে নির্বাচন এগিয়ে আসছে। এ সময়ে নানা অপকৌশল শুরু হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংস্কৃতিক অঙ্গনের মৌলিক দায়িত্ব। একটি বিশেষ পটভূমির উদ্দেশ্যে আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। যে সকল পত্রিকা এ সকল অপকর্মে যুক্ত আছে তাঁদের বিরুদ্ধে সকলের সম্মিলিত সোচ্চার হওয়াই সময়ের দাবি। মহান স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’ এক–এগারোর কুশীলবরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করতে সচেতনভাবে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনয় শিল্পী আহসানুল হক মিনু, শাহেদ শরীফ খান, তানভীন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনজাম মাসুদ, শামীমা তুষ্টি প্রমুখ।