হোম > সারা দেশ > ঢাকা

পটুয়াখালীর অপহৃত ইউপি চেয়ারম্যান ঢাকায় উদ্ধার, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২০: ৪৬
অপহরণের অভিযোগে আটক ৫ জন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণের দুদিন পর পটুয়াখালীর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কেরানীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া রাইসুল ইসলাম সেলিম পটুয়াখালীর দুমকী উপজেলার মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান। তিনি ঢাকার রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান বলেন, কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরণ ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিজানুর রহমান আরও বলেন, রাইসুলকে আটকে রাখা অপহরণকারী চক্রের এক সদস্যকে ওই বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়। অপহরণকারীরা রাইসুলের পরিবারের কাছ থেকে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ টাকা মুক্তিপণ নিয়েছিলেন। পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের এক ব্যক্তি পূর্বশত্রুতার জেরে রাইসুলকে অপহরণ করিয়েছেন। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলার প্রস্তুতি চলছে।

ইউপি চেয়ারম্যানকে উদ্ধারের পর ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সেলিম দুমকী উপজেলার লেবুখালী বাসস্যান্ড থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ঢাকা ফিরছিলেন। পথে গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসটির গতি রোধ করে একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে উঠে পড়ে। পরে সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা

দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাকে জখম: গ্রেপ্তার ব্যক্তি হামলাকারী নন, বাদী ও ভুক্তভোগীদের দাবি