Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গ্যারেজে অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গ্যারেজে অভিযান
ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র তৈরির সুযোগ হয়েছে: যুব বাঙালি

এতিম শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ধানমন্ডিতে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় যুবককে পিটিয়ে জখম, মা-বোনকে হেনস্তা

স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন: জোনায়েদ সাকি

গুলশানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ২

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের জরিমানা

‘টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এমন রাষ্ট্র চাইনি’

ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল