Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

মাইগ্রেশনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভেতরে মানববন্ধন করেছেন তাঁরা। তবে আন্দোলনের ৭৩ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আশার বাণী পাননি তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে অংশ নেওয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমদা তানজিম বলেন, ‘আমরা ভর্তির সময় বিএমডিসি আছে জানালেও পরে জানতে পারি এই কলেজের বিএমডিসি নেই। এ ব্যাপারে জানতে চাইলে তাঁরা আমাদের বলেন, অতি দ্রুত বিএমডিসির ব্যবস্থা করবেন। কিন্তু দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নেননি। এই অবস্থায় আমাদের এই কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

একই বর্ষের শিক্ষার্থী নারগিস আমিন বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো চিকিৎসক। ফার্মেসিরও নেই কোনো ড্রাগ লাইসেন্স। সার্জারি করার মতো কোনো সার্জনও নেই। এই অবস্থায় আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর দাবি জানাচ্ছি।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত