Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।

পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।

ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’ 

এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’ 

তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’ 

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা