রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম বন্যা খাতুন (৩০)। তিনি রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। রশিদ ইটভাঙার শ্রমিক ছিলেন।
বন্যার শাশুড়ি রাহেলা বলেন, ‘গতকাল রাতে খাবার খেয়ে ছোট ছেলেকে নিয়ে রশিদ ও বন্যা ঘুমিয়ে পড়ে। ভোরে বন্যার ছোট ছেলে কান্নাকাটি করছে। তখন আমি উঠে গিয়ে বলি মুনি কান্দে ক্যা। তখন আব্দুর রশিদ বলে বন্যা কথা বলছে না। এ সময় বন্যার মাথায় পানি দিই। তাতেও সে কথা বলে না পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ১১ বছর আছে বন্যা ও রশিদের বিয়ে হয়। তাঁদের দুই ছেলেসন্তান রয়েছে। মাঝেমধ্যে তাঁদের দুজনের ঝগড়া হতো। কিন্তু কখনো মারধর করত না।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় ওই নরীর স্বামী আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের সঙ্গে কথা বলতে গেলে অফিসে তাঁকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) নূরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই।