হোম > সারা দেশ > ঢাকা

আদালতের সেরেস্তাদারের বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’ 

মামলার এজাহারে বলা হয়, জামালপুরের বাসিন্দা মো. রাহয়ান নামের এক চাকরিপ্রার্থী একই এলাকার দুই পরিচিতের মাধ্যমে জানতে পারেন ঢাকায় কর্মরত ঢাকা জেলা জজ আদালতের সেরেস্তাদার আতাউর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে জুনিয়র ফিল্ড অফিসার পদে চাকরি পাইয়ে দেন। 

এ জন্য আতাউরকে ১০ লাখ টাকা দিতে হয়। চাকরি প্রার্থী মো. রায়হান এমন প্রলোভনে রাজীও হয়ে যান। চাকরির জন্য প্রথমে তিন লাখ পরবর্তীতে সাড়ে ৫ লাখ এবং শেষ ধাপে দেড় লাখ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে তুলে দেন আতাউরের হাতে। পরে আদালতের এই সেরেস্তাদার রায়হানকে একটি ভুয়া পরীক্ষার প্রবেশপত্র দেন। সেই সঙ্গে তার এসএসসির মূল সার্টিফিকেটও নিজের কাছে রেখে দেন আতাউর। কিন্তু এক বছরেরও বেশি সময় কেটে গেলেও পরীক্ষা দিতে পারেননি চাকরিপ্রার্থী রায়হান। 

এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে আতাউর তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে রায়হান বিষয়টি জেলা জজ আদালতকে জানালে আতাউরের বিরুদ্ধে দুদককে অনুসন্ধান করতে বলা হয়। সংস্থাটির অনুসন্ধানে এই জালজালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়া যায়।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা