হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা-পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, নগদ টাকাসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন–আল আমিন হাওলাদার, ওমর ফারুক, ফারুক ব্যাপারী, শহিদুল ইসলাম শেখ, মানিক, জহিরুল ইসলাম জহির, আল-আমিন আহম্মেদ ও মো. বারেক।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, হকিস্টিক, বেতের লাঠি, নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফারুক মিয়া নামে এক ব্যক্তি দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। তিনি সেখান থেকে একটি প্রাইভেটকারে বাসার দিকে আসেন। রাত ৩টার দিকে হাতিরপুল রোডে তাঁর বাসার অদূরে একটি কালো রঙের নোআহ গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। পথরোধ করা গাড়ি থেকে র‍্যাবের পোশাক পরিহিত ৫-৬ জন লোক নেমে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামায় এবং তাঁর সঙ্গে থাকা মালামাল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

আরও জানা যায়, তারা ফারুককে গাড়িতে করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল এলাকায় ফারুককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ফারুক মিয়া নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

পুলিশ এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী