হোম > সারা দেশ > ঢাকা

বনভোজনে গিয়ে পার্কের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিরআখরায় হলি কোরআন নামে একটি মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আয়োজন ছিল কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কে। সকাল থেকে ওই পার্কে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ প্রায় দেড়শ জন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকারের খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল। অনেকেই শিশুদের নিয়ে সুইমিংপুলে নেমেছিল।’

তিনি আরও বলেন, ‘শাহাদত নামের ও শিশুটিও সুইমিংপুলে নামে। তবে তার মা সাজিয়া রহমান পাড়েই ছিল। গোসল করার সময় একপর্যায়ে শিশু শাহাদত পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

শিশু সাহাদতের মা সাজিয়া রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মারুফ হোসেনের বাবা ইতালী প্রবাসী। এক ভাই ও এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট। শনিরআখরার ওই মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত।

তিনি আরও বলেন, মাদ্রাসা থেকে শিক্ষার্থীসহ অভিভাবকদের বনভোজনের আয়োজন ছিল আব্দুল্লাহপুরে একটি পার্কে। সেখানে সুইমিংপুলে গোসল করার সময় আমার ছেলে পানিতে তলিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে স্বজন ও শিক্ষকেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকেরা জানায় একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল শিশুটি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য