নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮০০ ইয়াবাসহ কাইয়ুম রায়হান (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশিকালে সন্দেহের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগে শুঁটকি এবং আচারের মধ্য থেকে ৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িয়ে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন কাইয়ুম রায়হান। এ ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিল্লাল হোসেন।