Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডাইং কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন—ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার শাহাব উদ্দিনের ছেলে মিলন (২৩) এবং নরসিংহপুর এলাকার হারুন মিয়ার ছেলে হায়দার (২৭)। তাঁরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

কারখানার শ্রমিকেরা জানান, রাতে কারখানা চলাকালীন হঠাৎ জেনারেটর কক্ষ থেকে বিস্ফোরণ ঘটে। কক্ষের দেয়াল ধসে পড়ে। সেখান থেকে আগুনে পোড়া অবস্থায় বেরিয়ে আসে মিলন ও হায়দার। তাদের প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শী কারখানায় শ্রমিক সাগর বলেন, ‘হায়দার ও মিলনের সঙ্গে আমি কাজ করতাছিলা। আমি বাইরে যাবার পর কারখানার জেনারেটর বিস্ফোরণ হয়। আমি নিজে দুজনকে হাসপাতালে নিয়া গেছি। ডাক্তাররা বলসে হায়দারের অবস্থা বেশি খারাপ। ওর শরীরের ৯৫ শতাংশ পুইড়া গেছে। তবে মিলনের শরীরের পিঠের কিছু অংশ পুড়ছে।’ 

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। নারায়ণগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ, ‘আমরা ঘটনাস্থলে যাবার আগেই আগুন নিভে যায়। মূলত জেনারেটর কক্ষ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আমাদের তদন্ত চলছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থা দুজনকে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক