নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর পল্লবী থানার সেকশন ৭ এর ৪ নম্বর রোডে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্বামীকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
পারভেজ ইসলাম বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্বামী আবদুল হান্নান স্ত্রী সাথী আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সাথী আক্তারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্বামী আবদুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।